• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

টানা আটবার জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০২০, ১২:০৪
Bayern Munich are the eight-time Bundesliga champions
গোল করে উদযাপন করছেন রবার্ট লেওয়ানডোস্কি

টানা আটবারের মতো বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে লিগ সেরা হয়েছে দলটি। এতে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে বাভারিয়ানর্সরা।

ম্যাচে বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওয়ানডোস্কি। লিগে এনিয়ে ৩১তম গোল ছিল এটি। এই জয়ের সুবাদে লিগের ২ ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিজেদের নামে করে ফেলল হ্যান্সি ফ্লিকের দল। পাশাপাশি জার্মান লিগের ইতিহাসে রেকর্ড ৩০বার শিরোপা জিতে নিলো বায়ার্ন।

লেওয়ানডোস্কির পা থেকেই এসেছে বায়ার্নের শিরোপাসূচক গোলটি। ব্রেমেনের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে গোল তুলে নেন তিনি।

ব্রেমেনের বিরুদ্ধে জয়সূচক গোলটি চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় লেওয়ানডোস্কির ৪৬তম গোল। ইউরোপের সেরা লিগগুলোর মধ্যে পোলান্ডের এই স্ট্রাইকার রয়েছেন শীর্ষে।

এই জয়ের সুবাদে ৩২ ম্যাচে বায়ার্নের পয়েন্ট দাঁড়ালো ৭৬ এ । সংগ্রহ ৩১ ম্যাচ খেলে একধাপ নিচে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৬৬। আগামী তিন ম্যাচে জিতলেও ডর্টমুন্ডকে আটকে যেতে হবে ৭৫ পয়েন্টে। তাই চলতি মৌসুমে বায়ার্নই চ্যাম্পিয়ন।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন নয়্যার
হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নের কাছে হারল পিএসজি
বায়ার্ন মিউনিখ ছাড়াও লিগ পর্বে যাদের মুখোমুখি হবে বার্সেলোনা